ঢাকা: পুরান ঢাকার হোসনী দালানে বোমা হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জড়িত থাকতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য নিয়ে ‘তোমার কীর্তি মোদের গর্ব’ শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এ সন্দেহ প্রকাশ করেন।
মোহাম্মদ নাসিম বলেন, পবিত্র তাজিয়া মিছিলের ওপর কীভাবে হামলা হলো চিন্তা করতে হবে। মাত্র একদিন দুর্গাপূজার উৎসব শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। একটা ঘটনাও ঘটে নাই। হঠাৎ করে মধ্যরাতে এ হামলা কেন? কারণ খুব তাড়াতাড়ি একাত্তরের দু’জন ঘাতকের দণ্ড কার্যকর হতে যাচ্ছে। শেখ হাসিনা সাম্প্রতিকালে যত অর্জন করেছেন, সেই মুহূর্তে এই ঘটনা কেন?
লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের এ নেতা বলেন, এসব ঘটনা ঘটার কারণ, একজন বিদেশে বসে হয়তো দেশকে অস্থিতিশীল করার জন্য চক্রান্ত চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
বিএনপি প্রধানকে উদ্দেশ্য করে নাসিম বলেন, যে সাহসী সে সামনে এসে লড়াই করে। বিদেশে যে লড়াই করে, চক্রান্ত করে সে কাপুরুষ।
নাসিম আরও বলেন, আওয়ামী লীগ এমন একটা সংগঠন, যারা সামনে থেকে লড়াই করতে পছন্দ করে। বিদেশে থেকে লড়াই করে না। লড়াই করতে চাইলে সামনে আসেন। বিদেশে ষড়যন্ত্র করবেন না। আপনাদের সঙ্গে আবার লড়াই হবে ২০১৯ সালে। সেই লড়াইয়ে আওয়ামী লীগ জয়ী হবে ইনশাল্লাহ।
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এমইউএম/এইচএ/