যশোর: যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল হালিম (৮০) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (২৩ অক্টোবর) মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত সমস্যার কারণে তাকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়।
ওইদিনই নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকরা অপারেশন করেন। বর্তমানে তিনি ওই হাসপাতালের পোস্ট কো-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন।
আব্দুল হালিমের ছেলে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ নূর আহসান বাচ্চু বাংলানিউজকে বলেন, বাবা এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
তিনি বাবার সুস্থতার জন্য কেশবপুরসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের বাসিন্দা আব্দুল হালিম ১৯৮৪ সালে স্থানীয় মংগলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ১৯৮৬ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে এমপি নির্বাচিত হন। এছাড়া তিনি ১৯৮২ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত টানা কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসআই