ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এলডিপি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এলডিপি এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ

ঢাকা: আগামী স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে নয়, এককভাবে অংশ নেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

দলের চতুর্থ জাতীয় কাউন্সিল ও নবম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতায় একথা জানিয়েছেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ।

 

আগামী স্থানীয় সরকার নির্বাচন জোটগতভাবে করা অসম্ভব বলে মন্তব্য করেন ২০ দলীয় জোটের এই নেতা। একই সঙ্গে ওই নির্বাচনে এককভাবে তার দল অংশ নেবে বলেও জানান তিনি।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত কাউন্সিলে সভাপতিত্ব করছেন কর্নেল অলি আহমেদ। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে কাউন্সিলের উদ্বোধন করা হয়।

অলি আহমেদ বলেন, আজকে রাজনীতি করার পরিবেশ না থাকায় শিক্ষিত দেশপ্রেমিক মানুষ রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছেন। বর্তমানে দেশে দলীয়করণ এবং বিরোধী রাজনৈতিক নেতাদের ঘায়েল ও বিতর্কিত করতে যে কাজগুলো করা হচ্ছে তা খুবই দু:খজনক।

কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আরো বক্তব্য দেন এলডিপির মহাসচিব ড. রেদওয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন মোস্তফা ও আব্দুল গণি।    

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এমএম/জেডএফ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।