ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যুক্তরাষ্ট্র যুবদলের সভায় সালাম

‘বিএনপিকে ভয় দেখানো যাবে না’

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
‘বিএনপিকে ভয় দেখানো যাবে না’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুর্নীতির মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দেওয়া কারাদণ্ডাদেশকে ‘প্রহসনের রায়’ আখ্যা দিয়ে দলটির অর্থ সম্পাদক আব্দুস সালাম বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় খোকার বিরুদ্ধে ‘প্রহসনের রায়’ দিয়ে বিএনপিকে ভয় দেখানো বা থামানো যাবে না।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে স্থানীয় যুবদল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্র যুবদলের সহ-সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং যুবদল নেতা রেজাউল আজাদ ভূইয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন আব্দুস সালাম।

সভায় বিশেষ অতিথি ছিলেন সংগীতশিল্পী বেবী নাজনীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু। এতে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা হেলাল উদ্দিন, আবুল হাশেম শাহাদত, মার্শাল মুরাদ, এম জাহাঙ্গীর, ছৈয়দুল হক, বাসেত রহমান, এবাদ চৌধুরী, আবু সুফিয়ান, ফয়েজ আহমদ চৌধুরী, কাজী আমিনুল হক স্বপন, বিলাল চৌধুরী, সাইফুর খান হারুন, শেখ হায়দার আলী, সৈয়দ এনাম আহমেদ, আরশাদ খান, ইকবাল হায়দার, মীর সুজন, শামীম মাহমুদ, নাজিম চৌধুরী রিঙ্কু প্রমুখ।

আব্দুস সালাম বলেন, শেখ হাসিনার সরকার খোকাকে ভয় পায়। আওয়ামী লীগ যখন প্রথমবার ক্ষমতায় এসেছিলো তখন সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দেড়শ মামলা দিয়েছিল। জাতীয় সংসদের প্রথমবারের নির্বাচনে শেখ হাসিনাকে বিপুল ভোটে পরাজিত করার পর থেকেই তার প্রতিহিংসার শিকার হন খোকা। এ কারণে তার বিরুদ্ধে এবার ‘মিথ্যা’ মামলা দেওয়া হয় এবং তার অনুপস্থিতিতেই এ ‘প্রহসনের রায়’ দেওয়া হয়।

বিএনপির এ কেন্দ্রীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও চিকিৎসার জন্য বিদেশে যান। এতে দোষের কিছু নেই। সাদেক হোসেন খোকাও বিদেশে এসেছেন চিকিৎসার জন্য। তিনি হাইকোর্টের অনুমতি নিয়েই এসেছেন। তারপরেও তার বিরুদ্ধে ‘প্রসহনের রায়’ দেওয়া হয়েছে।

আব্দুস সালাম বলেন, সাদেক হোসেন খোকা একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা হিসেবে তার প্রতি যে সম্মান দেখানোর কথা তাও দেখায়নি সরকার।

তিনি বলেন, বিএনপি বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল। খোকার বিরুদ্ধে ‘প্রহসনের রায়’ ঘোষণা করে তাকে এবং বিএনপিকে ভয় দেখানো বা থামানো যাবে না।

আবারও মধ্যবর্তী নির্বাচন দাবি করে তিনি বলেন, আমরা নিরপেক্ষ সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন চাই। নির্বাচনী প্রক্রিয়ায় বিএনপি ক্ষমতায় যেতে চায়। আওয়ামী লীগের পতন হলেই বিএনপি ক্ষমতায় যাবে না, ক্ষমতায় যেতে হলে নির্বাচন প্রয়োজন।

আবদুস সালাম বলেন, বারবার প্রমাণ হয়েছে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। কোনো স্বৈরশাসক ক্ষমতায় টিকে থাকতে পারেনি, শেখ হাসিনাও পারবেন না।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।