ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘খায়েশ পূরণ হতে দেবে না বিএনপি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
‘খায়েশ পূরণ হতে দেবে না বিএনপি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকারের খায়েশ বিএনপি পূরণ হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সৈয়দ নজরুল ইসলাম খান।
 
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।



বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এ সমাবেশে আয়োজন করে ঢাকা মহানগরীর সূত্রাপুর, কোতোয়ালী, গেন্ডারিয়া, বংশাল ও ওয়ারী থানা বিএনপি।
 
নজরুল ইসলাম বলেন, সরকার পুতুল নাচের নাট্যশালার মতো সংসদ চায়। বিএনপি ক্ষমতায় গেলে তা হবে না। এজন্য সাদেক হোসেন খোকাসহ বিএনপির জনপ্রিয় নেতাদেরকে মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাচনে অযোগ্য কর‍া হচ্ছে। তাদের এমন খায়েশ পূরণ হতে দেবে না বিএনপি।
 
নেতাকর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম বলেন, দায়বদ্ধ ও জবাবদিহিতামূলক সংসদের জন্য আমাদের লড়াই এগিয়ে নিয়ে যেতে হবে এবং এ লড়াইয়ে জয়লাভ করতে হবে।
 
তিনি বলেন, বাংলাদেশের জনগণ কোনো নিপীড়নকারীদের ক্ষমতায় থাকতে দেয় নাই। এমনকি এরশাদকেও না। বর্তমান দমন নিপীড়নকারী আওয়ামী লীগকেও থাকতে দেবে না।
 
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীসহ অনেক নেতারা বলেন, ডেভেলপমেন্ট ফাস্ট। অর্থাৎ উন্নয়ন আগে গণতন্ত্র পরে। আমরা চাই উন্নয়ন ও গণতন্ত্র দুটো একসঙ্গে থাকবে। একে অপরের হাত ধরে এগিয়ে যাবে।
 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪০-নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল আহমেদ টিপুর সভাপতিত্ব সমাবেশে বক্তব্য রাখেন-  বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা সামসুজ্জামান দুদু, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এসইউজে/আরইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।