ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া বিএনপির ৪৪ নেতাকে কারাগারে পাঠানোয় নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়া বিএনপির ৪৪ নেতাকে কারাগারে পাঠানোয় নিন্দা

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়া জেলার চার ছাত্রদল নেতাসহ মোট ৪৪ জনের জামিন বাতিল করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে সংগঠনটির কেন্দ্র থেকে।

সোমবার (২৬ অক্টোবর) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ নিন্দা জানান।



ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির ৪৬ নেতাকর্মী আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করলে জেলা ও দায়রা জজ কাউছার তাদের মধ্যে ৪৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এছাড়া আরেক বিবৃতিতে ছাত্রদল নেতারা শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান রুপমকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আইএ

** ব্রাহ্মণবাড়িয়া বিএনপির ৪৪ নেতাকর্মী কারাগারে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।