ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পটুয়াখালীতে ছাত্রলীগ-শ্রমিকলীগ সংঘর্ষ, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
পটুয়াখালীতে ছাত্রলীগ-শ্রমিকলীগ সংঘর্ষ, আহত ২

পটুয়াখালী: পূর্ব শত্রুতার জের ধরে পটুয়াখালীতে জেলা ছাত্রলীগের কর্মী নাসির উদ্দিনকে ধারালো সস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ শ্রমিকলীগের কর্মী শাকিল। এ সময় নাসিরের আঘাতে শাকিলও গুরুতর আহত হন।



সোমবার (২৬ অক্টোবর) দিনগত রাত ৯টার দিকে শহরের নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ (পমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাসির বাংলানিউজকে বলেন, পূর্ব শত্রুতার জেরে আমাকে মারার জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলেন শ্রমিকলীগ নেতা শাকিল। সোমবার রাতে ঘটনার সময় আমাকে একা পেয়ে ধাওয়া করে ধারালো সস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন শাকিল। এ খবর ছড়িয়ে পরলে আমার লোকজন ঘটনাস্থলে এসে আমাকে উদ্ধার করে। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে শাকিলও গুরুতর আহত হন।

এ অভিযোগ অস্বীকার করে শাকিল বাংলানিউজকে জানান, পূর্ব শত্রুতার জেরে নাসিরের লোকজন তাকে ধারালো সস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।
তবে, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, শাকিল শ্রমিকলীগের কেউ নন এবং তার নেতৃত্বেই নাসিরের উপর হামলা চালানো হয়েছে।

এ প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তারিকুজ্জামান বাংলানিউজকে জানান, সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠাতে হতে পারে।

বাংলাদেশ সময়: ০০৩৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।