ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মনপুরায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
মনপুরায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভোলার মনপুরায় আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
 
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাটে এ সংঘর্ষ হয়।


 
আহতদের মধ্যে মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন, ইউপি সদস্য মো. আলমগীর, মোস্তাফা, কামরুল, জুয়েল, রুহুল আমিন, কাদের, বিপ্লব, বাবুল, নাহিদ, রুবেল, লিটন, জামাল, শরিফ, কামরুল ও রুস্তমের নাম জানা গেছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে মনপুরার ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিনের সমর্থকদের সঙ্গে একই ইউনিয়নের ইউপি সদস্য ও যুবলীগ নেতা আলমগীরের সমর্থকদের টাকা লেনদেনের বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়।

এ নিয়ে দুপুর ১২টার দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ এসে ৪ রাউন্ড শটগানের গুলি ও কয়েক রাউন্ড  ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মনপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. আলী বাংলানিউজকে জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফের উত্তেজনার আশঙ্কায় ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।