রাজশাহী: নাশকতার আলাদা মামলায় রাজশাহীর চারঘাটে শিবির নেতা ইকবাল হোসেনকে ও তানোরে আব্দুল জলিল (৪০) নামে আরেক জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার রাতে চারঘাট এলাকা থেকে নাশকতার একাধিক মামলার আসামি শিবির নেতা ইকবাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ইকবাল নিমপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতি ও পুড়াভিটা গ্রামের আবদুল বাসেরের ছেলে।
রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, ইকবালের বিরুদ্ধে দু’টি নাশকতার মামলাসহ আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে কয়েকমাস ধরে খুঁজছিল পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, তানোরে নাশকতার আরেক মামলায় আব্দুল জলিল (৪০) নামে আরেক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়নের ধানুড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক জলিল কামারগাঁ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত মহাসিনের ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নাশকতার মামলায় আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়েছিল। তিনি দীর্ঘ দিন ধরে তিনি পলাতক ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসএস/আরএম