কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ১১টি মামলায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফুল আলমসহ ৯৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তারা আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করেন।
বিভিন্ন সময় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালে কুলিয়ারচর থানায় চারটি, ভৈরব থানায় তিনটি, কিশোরগঞ্জ মডেল থানায় তিনটি ও করিমগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
আদালত সূত্রে জানা যায়, মামলাগুলোর মধ্যে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বিভিন্ন সময় অবরোধ কর্মসূচি চলাকালে গাড়ি পোড়ানো, আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ, সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, ট্রেনে অগ্নি সংযোগ ও রেলপথে প্রতিবন্ধকতা সৃষ্টি উল্লেখযোগ্য।
মামলার রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহ আজিজুল হক ও আসামিপক্ষে ছিলেন সাবেক পিপি অ্যাডভোকেট জালাল উদ্দিন।
এদিকে, ৯৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় তাৎক্ষণিকভাবে আদালত প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করে তারা। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেল।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসআই