ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হরিণাকুন্ডুতে জামায়াতের ৩ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
হরিণাকুন্ডুতে জামায়াতের ৩ নেতাকর্মী গ্রেফতার

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের খলিসাকুন্ডু ও বাকচুয়া গ্রামে অভিযান চালিয়ে জামায়াতের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (২৮ অক্টোবর) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃতরা হলেন-তাহেরহুদা ইউনিয়ন জামায়াতের আমির কাজলুর রহমান (৪০), তার ভাই আলী রাজ (২২) ও হরিণাকুন্ডুর জোড়াদাহ ইউনিয়ন জামায়াতের আমির সাহেব আলী খান (৪৭)।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী জানান, ওই তিনজনের বিরুদ্ধে হরিণাকুন্ডু উপজেলার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের মামলা রয়েছে। এর ভিত্তিতে রাতে খলিসাকুন্ডু গ্রামে অভিযান চালিয়ে জামায়াত নেতা কাজলুর রহমান ও তার ভাই আলীরাজকে এবং বাকচুয়া গ্রামে অভিযান চালিয়ে সাহেব আলীকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।