ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বাধীনতা নির্ভেজাল নয়, সার্বভৌমত্বও নিরঙ্কুশ নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
স্বাধীনতা নির্ভেজাল নয়, সার্বভৌমত্বও নিরঙ্কুশ নয় ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘আমাদের স্বাধীনতা নির্ভেজাল নয়, সার্বভৌমত্বও নিরঙ্কুশ নয়’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।



গয়েশ্বর বলেন, আমাদের স্বাধীনতা নির্ভেজাল নয়, সার্বভৌমত্বও নিরঙ্কুশ নয়। আর বিচার বিভাগেরটা বললাম না। পুলিশেরটা বললে মহাভারতের চেয়ে বেশি সময় লাগবে।

‘বিএনপি স্বাধীনতার চেতনা বিরোধী’ এমন অভিযোগের জবাবে গয়েশ্বর বলেন, স্বাধীনতা যুদ্ধের সম্মুখ সমর নায়ক জিয়াউর রহমানের দল বিএনপি। এখানে মুক্তিযোদ্ধা নাই? স্বাধীনতার চেতনা গণতন্ত্র। গণতন্ত্র চেয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। মেঘ না চাইতে বৃষ্টির মত। আমরা এ পাওয়াকে লালন করি।

‘বিচার বিভাগ স্বাধীন’ প্রধান বিচারপতির এমন দাবির জবাবে গয়েশ্বর বলেন, এরশাদের মামলা নিষ্পত্তি হওয়ার পরেও ২০ বছরে রায় হয়নি। তিনি ছটফট করলে কানে কানে রায়ের হুমকি দেওয়া হয়। তখন সে চুপ হয়ে যায়। বিচার বিভাগের মাধ্যমে এরশাদকে ব্লাকমেইল করা হচ্ছে।

তিনি বলেন, যারা বিচার বিভাগ ‘স্বাধীন’ বলেন। তাদের জিজ্ঞেস করতে চাই, এগুলো কিসের আলামত? সাদেক হোসেন খোকাকে পলাতক দেখিয়ে রায় দেয়া হয়। খালেদার মামলায় তড়িঘড়ি করা হয়। আর এরশাদের ৫ মামলার রায় ২০ বছরেও হয় না! আইন কিন্তু কমন সেন্সের বাইরে কিছু না।

সীমান্তে হত্যার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, টাকা দিয়ে গুলি কিনেছেন, জনগণকে মারার জন্য। বিএসএফ’র গুলিতে মানুষ মরলে সীমান্তে চৌকিদার রাখলাম কেন? রাশিয়া থেকে কী কারণে অস্ত্র কিনি? মরণের আগে মানুষ বেশি কথা বলে ফেলে। আমার মনে হয়, সরকারের সময় বেশি নাই।

সরকারের উদ্দেশে তিনি বলেন, বেশি ভাত দুধ দিয়ে মাখলে স্বাদ পাওয়া যায় না। হাসিনা কম কম ভাত দুধ দিয়ে মাখেন। না হয় বিপদ হতে পারে।

সরকারের বিরুদ্ধে বিএনপি লবিইস্ট নিয়োগ করেছে, এমন অভিযোগের জবাবে গয়েশ্বর বলেন, বিএনপি এটা করতে যাবে কেন? আপনাদের অপকর্মের কথা কোন দেশ না জানে! আপনারা ডিজিটাল বাংলাশের কথা। অন্য দেশগুলো কি এনালগ নাকি! সংবাদের আদান-প্রদান বাতাসের মত সেকেন্ডে সেকেন্ডে হয়। টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করতে হয় না।

শমসের মুবিন চৌধুরী পদত্যাগের বিষয়ে তিনি বলেন, মানুষের রাজনীতি করার অধিকার আছে। না করারও অধিকার আছে। তার পদত্যাগের বিষয়ে তিনিই ভালো ব্যাখ্যা দিতে পারেন। আমি ভালোমন্দ কিছুই বলবো না। তবে, তিনি দেশের এই ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী আন্দোলন থেকে নিজেকে বিচ্ছিন্ন করবেন না, বরং সংযুক্ত হবেন, আমার আশা।

যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুবদলের সিনিয়র সহ সভাপতি আবদুস সালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক অমলেন্দু দাস অপু, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এসইউজে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।