গাইবান্ধা: সরকারের অর্জিত সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। এ সুনাম যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, সেদিকে দলের নেতাকর্মীদের সর্তক দৃষ্টি রাখতে হবে।
ফজলে রাব্বী বলেন, সম্প্রতি জামায়াত-বিএনপির সহিংস কর্মকাণ্ডের ঐহিত্যবাহী পলাশবাড়ীর দুর্নাম সারা দেশে ছড়িয়েছে। তাই একের পর এক ভাল কাজের মাধ্যমে হারানো সুনাম ফিরিয়ে আনতে হবে।
তিনি জানান, নারী শিক্ষায় আওয়ামী লীগ সরকার বিশেষ উদ্যোগী। প্রতি বছরের পহেলা জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিচ্ছে আওয়ামী লীগ সরকার।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার বলেন, একজন শিক্ষিত মা পারে-একটি শিক্ষিত জাতি উপহার দিতে। সে লক্ষ্য সামনে রেখে তোমাদের এগিয়ে যেতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বাবলু।
এর আগে দুপুর সাড়ে ১২টায় উপজেলার পবনাপুর ইউনিয়নের পবনাপুর গ্রামে তার বোন মরহুম মলিনা বেগমের কবর জিয়ারত করেন ডেপুটি স্পিকার। পরে স্থানীয় চরেরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এএটি/টিআই