ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্রদল সভাপতি রাজীব ১ দিনের রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
ছাত্রদল সভাপতি রাজীব ১ দিনের রিমান্ডে

ঢাকা: রাজধানীর রামপুরা থানায় গাড়ি পোড়ানোর একটি মামলায় ছাত্রদল সভাপতি রাজীব আহসানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
মঙ্গলবার (০৩ নভেম্বর) ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইউসুফ হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।


 
মামলাটির তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান রাজীবকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।
 
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর মালিবাগ মোড়ে প্রচেষ্টা পরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় রামপুরা থানা পুলিশ এ মামলাটি দায়ের করে।
 
গত ১৯ জুলাই রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট থেকে একটি মাইক্রোবাস ও মাদকসহ রাজীবকে গ্রেফতার করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। গ্রেফতারের পর থেকেই তিনি কারাগারে আটক আছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এমআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।