ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বঙ্গবন্ধু হত্যা পারিবারিক হত্যাকাণ্ড বলে চালানোর চেষ্টা হয়েছিল’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
‘বঙ্গবন্ধু হত্যা পারিবারিক হত্যাকাণ্ড বলে চালানোর চেষ্টা হয়েছিল’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: পঁচাত্তরের পনেরই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু-পরিবার ও তার আত্মীয়-স্বজনদের হত্যা করে খুনিরা এ ঘটনাকে পারিবারিক হত্যাকাণ্ড বলে চালানোর চেষ্টা করেছিল। কিন্তু ৩ নভেম্বর কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে দেশের মানুষ প্রকৃত ঘটনা বুঝতে শুরু করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।



বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এ মন্তব্য করেন।

৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে সভার আয়োজন করে শহীদ মনসুর আলী স্মৃতি সংসদ।

শিল্পমন্ত্রী বলেন, কিছুদিন আগেও শুনতাম দুই নেত্রীর বিরোধ, কিন্তু এটা ঠিক নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির আর খালেদা জিয়া নেতৃত্ব দিচ্ছেন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির। এ বিরোধ ব্যক্তির নয়, আদর্শের।

শিল্পমন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যার সূচনা হয়েছিল মেজর জিয়ার হাত ধরে। কিন্তু এর পরিণতিও ভালো হয়নি। ষড়যন্ত্র করে দেশের অগ্রগতি ব্যহত করা যাবে না বলেও মন্তব্য করেন শিল্পমন্ত্রী।

মুক্তিযুদ্ধে আত্মসমর্পণকারী পাকিস্তানি সেনাবাহিনীর কমান্ডার জেনারেল নিয়াজীর ১৯৭৭ সালে লন্ডনে দেওয়া এক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আমু বলেন, সাতাত্তর সালে নিয়াজী বলেছিলেন, আমরা চলে এলেও আমাদের সন্তানরা ক্ষমতায়। তখন ক্ষমতায় ছিল মেজর জিয়া। এ থেকে বোঝা যায়, তারা (বিএনপি) আসলে কোন মতাদর্শে বিশ্বাসী।

আমু জাতীয় চার নেতার সঙ্গে বঙ্গবন্ধুর সম্পর্কের ধরন বোঝাতে পঁচাত্তরের তিন নভেম্বরের কয়েকদিন আগে কারাগারে ঘটা একটি ঘটনার বর্ণনা করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর একটি গেঞ্জি ছিল ক্যাপ্টেন এম মনসুর আলীর কাছে। মনসুর আলীকে যখন আটক করা হয় তখন তিনি সেই গেঞ্জিটি সঙ্গে নিয়ে এসেছিলেন। যেন বঙ্গবন্ধু না থাকলেও তার একটু স্মৃতি সব সময় সঙ্গে থাকে। কারা অভ্যন্তরে আমুকে সেটি মনসুর আলী দেখিয়েছিলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এইচআর/জেডএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।