ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘শমসের মবিন রাজনৈতিক পথ কঠিন দেখে চলে গেছেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
‘শমসের মবিন রাজনৈতিক পথ কঠিন দেখে চলে গেছেন’ অ্যাডভোকেট জয়নুল আবদিন

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবদিন বলেছেন, শমসের মবিন চৌধুরী রাজনীতিবিদ ছিলেন না, তিনি হঠাৎ করে রাজনীতিতে এসেছিলেন। তিনি স্বপ্ন দেখেছিলেন এমপি হবে, পররাষ্ট্রমন্ত্রী হবেন।


 
জয়নুল আবদিন বলেন, তিনি (শমসের মবিন) রাজনৈতিক সুযোগ-সুবিধা নেওয়ার জন্য রাজনীতিতে এসেছিলেন। কিন্তু তিনি দেখেছেন, এমপি-মন্ত্রী হওয়া এতো সহজ না। এ পথ পরিক্রমা কঠিন দেখে তিনি সরে গেছেন। এ ধরনের লোকদের দল থেকে চলে যাওয়াটাই উচিত।
 
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়নে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ আলোচনা সভার আয়োজন করে।
 
জয়নুল আবদিন আরো বলেন, দেশ আজ কঠিন ও ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি, আর দেশ কোথায় যাচ্ছে কেউ বলতে পারে না।
 
তিনি বলেন, মানুষের জীবনের নিরাপত্তা নেই, দেশে কোনো গণতন্ত্র নেই। দুই বিদেশিকে হত্যা করা হয়েছে, বেশ কয়েকজন ছেলেকে হত্যা করা হয়েছে। বিদেশি হত্যাকাণ্ডের বিচার না করে বিএনপিকে দোষারোপ করছে সরকার।
 
খালেদার এ উপদেষ্টা বলেন, ইদানিং দল ভাঙ্গার একটা প্রক্রিয়ার কথা শোনা যাচ্ছে। খালেদা জিয়া যখন থেকে বিএনপির হাল ধরেছেন, তখন থেকে অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে তিনি এই দলকে ধরে রেখেছেন। যতোই ষড়যন্ত্র করা হোক না কেন, বিএনপি একত্রিত আছে, ঐক্যবদ্ধ আছে।
 
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপি নেতা রফিক শিকদার, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বিএনপি নেতা ইসমাইল হোসেন বেঙ্গল, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
টিএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।