ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিদেশিদের প্রেসক্রিপশনে বিএনপির একটি অংশ জঙ্গি তৎপরতা চালাচ্ছে

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
বিদেশিদের প্রেসক্রিপশনে বিএনপির একটি অংশ জঙ্গি তৎপরতা চালাচ্ছে অ্যাডভোকেট কামরুল ইসলাম

ঢাকা: বিদেশিদের প্রেসক্রিপশনে বিএনপি জামায়াতের একটি অংশ দেশে জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এই জঙ্গি ও সন্ত্রাসীদের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান ও খালেদা জিয়া।

বিদেশে বসে এখন তারা ষড়যন্ত্র করে মানুষ হত্যা করছে।

শনিবার ( ৭ নভেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস ও বিটিভির চার কর্মকর্তা হত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় এস কথা বলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি এ টি এম শামসুজ্জামান।

বক্তব্য রাখেন অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি, প্রফেসর ড. আক্তারুজ্জামান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আল মুরাদ, আওয়ামী লীগ উপ কমিটির সহ সম্পাদক বলরাম পোদ্দার প্রমুখ।

৭৫ এর বঙ্গবন্ধু হত্যা সহ এর পরবর্তী প্রত্যেকটি অপকর্মের সঙ্গে জিয়াউর রহমান জড়িত উল্লেখ করে খাদ্যমন্ত্রী কামরুল বলেন,‘বিএনপির নেত্রী খালেদা ও তারেক দুই জনই জঙ্গিবাদের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে যে মামলা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়নি। এগুলো হচ্ছে তাদের জঙ্গিবাদ ও সন্ত্রাসের কারণে। এগুলোর সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। তারা যখন ক্ষমতায় ছিলো তখন যেসব গোয়েন্দা কর্মকর্তাদের দিয়ে তারা যেসব অপকর্ম ঘটিয়েছে তারাই এখন সাক্ষী দিচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের অভিযান জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার চিন্তা করে না। সন্ত্রাস ও জঙ্গিবাদের কারণেই দেশে আসতে খালেদা জিয়া ভয় পাচ্ছে। তাদের বিরুদ্ধে মামলার রায় যে কি হবে তা তারা বুঝতে পারছেন। তাই খালেদা জিয়া দেশে আসবে বলললেও আসলে আসবে কি না তা এখন নিশ্চিত নয়। এ সময় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালেরও সমালোচনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৫
এমএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।