ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি কোনো রাজনৈতিক দল নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
বিএনপি কোনো রাজনৈতিক দল নয় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, ওরা জঙ্গি, ওরা নাশকতাকারীদের দল।

সেলিম বলেন, খালেদা জিয়া নির্বাচনে অংশ না নিয়ে গুপ্ত হত্যা করছেন।

দুইশ’ মানুষকে হত্যা করেছে তারা। পেট্রোল বোমা মেরেছে। তাই খালেদা জিয়া লেডি ওসামা বিন লাদেন। ওদের সঙ্গে কোনো আলোচনা হবে না।

শনিবার (৭ নভেম্বর) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে পদ্মা সেতুর ভীত স্থাপন করেছিল। বিএনপি ক্ষমতায় এসে এ কাজ বন্ধ করে দেয়। আমরা বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তিতে পদ্মা সেতুর কাজ শুরু করেছিলাম। কিন্তু বিএনপি ও সুদখোর-ঘুষখোর একজন ব্যক্তি বিশ্বব্যাংককে ভুল বুঝিয়ে কাজ বন্ধ করে দেয়। আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করছি। এখন আমরা একটি না ২৭টি পদ্মাসেতু করার ক্ষমতা রাখি।
 
দেশকে রাজাকার মুক্ত করার অঙ্গীকার করে শেখ সেলিম বলেন, যতদিন এদেশে রাজাকার থাকবে, ততদিন তাদের বিচার চলবে। দেশে কোনো রাজাকার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তারা যদি থাকতে চায় তাহলে চোরের মতোই থাকতে হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছে। যুদ্ধাপরাধীদের বিচার করছে। বড় বড় যুদ্ধাপরাধীর ফাঁসি হচ্ছে। দুই জনের বিচার রায় শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে। খালেদা জিয়া চিহ্নিত যুদ্ধাপরাধীদের বাঁচাতে না পেরে বিদেশে গিয়ে মায়াকান্না করছেন। তাতেও কাজ না হওয়ায় বিদেশি নাগরিক হত্যা করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছেন। তারা এখন দায়িত্বরত পুলিশকে হত্যা করছে। এসব করে তারা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র শুরু করছে।

বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমান ও মোস্তাক জড়িত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমান রাজাকারদের পুনর্বাসিত করে গেছেন। আজকে তিনি বেঁচে থাকলে তারও বিচার হতো।
 
এ সময় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারুক খান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, উম্মে রাজিয়া কাজল, আওয়ামী লীগের সদস্য এনামুল হক শামীম প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মিয়া।

সম্মেলন শেষে মোক্তার হোসেন মিয়াকে সভাপতি এবং কাজী জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। কমিটির অন্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।