ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নোয়াখালীতে বিএনপি-জামায়াতের ৩৪ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
নোয়াখালীতে বিএনপি-জামায়াতের ৩৪ নেতাকর্মী কারাগারে

নোয়াখালী: নাশকতার অভিযোগে নোয়াখালীতে উপজেলা যুবদলের সভাপতি সহ বিএনপি এবং জামায়াতের ৩৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (০৮ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের কারাগারে পাঠানো হয়েছে।



শনিবার দিনগত রাত রোববার( ৮ নভেম্বর) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলা যুবদলের সভাপতি ভিপি জসিম সহ সদর উপজেলায় ২৯ জন ও চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল মতিন সহ চাটখিলে ৫ জন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এস এম আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হরতাল ও অবরোধ সহ বিভিন্ন সময় নাশকতার সৃষ্টির ঘটনায় একাধিক মামলা রয়েছে।  

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২টা থেকে রোববার দুপুর পর্যন্ত র‌্যাব ও  পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।