ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মৌলভীবাজার-৩ উপ নির্বাচন

মনোনয়ন পেলেন মহসীন আলীর স্ত্রী সায়রা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
মনোনয়ন পেলেন মহসীন আলীর স্ত্রী সায়রা সায়েরা মহসীন

ঢাকা: মৌলভীবাজার-৩ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর স্ত্রী সায়েরা মহসীন।

রোববার (০৮ নভেম্বর) রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় বোর্ডের সভায় প্রার্থীদের সাক্ষাৎকার শেষে সৈয়দা সায়রা মহসিনের মনোনয়ন চূড়ান্ত করা হয়।



আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণ ভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় মনোনয়নের জন্য ২৫জন ফরম জমা দিয়েছিলেন।

এরা হলেন- মহসিন আলীর স্ত্রী ছাড়াও জেলা আওয়ামী লীগ সহসভাপতি ফিরোজ, সাধারণ সম্পাদক নেছার আহমেদ, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) সৈয়দ বজলুল করিম, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, চেম্বার সভাপতি কামাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, প্রবাসী আওয়ামী লীগ নেতা এম এ রহিম শহীদ, আবদুল আহাদ চৌধুরী, আবদুল মালিক তরফদার শোয়েব, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, নাট্যকার আবদুল মতিন (ভিপি মতিন), জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মসুদ আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের আনকার আহমেদ, পৌর সভাপতি এম আতাউর রহমান লোকমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, বাস মালিক সমিতির সভাপতি শ্রমিক লীগ নেতা সৈয়দ মফচ্ছিল আলী, জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান, রাজনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিসবাদ্দোজা।

১১ নভেম্বর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ৮ ডিসেম্বর সৈয়দ মহসীন আলীর শূন্য আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী। তার মৃত্যুর পর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।