ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বিদেশিদের নাক গলানোর পথ তৈরির চেষ্টা হচ্ছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
‘বিদেশিদের নাক গলানোর পথ তৈরির চেষ্টা হচ্ছে’ ছবি:কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পৃষ্টপোষকতায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিদেশিদের নাক গলানোর পথ তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
 
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

‘দেশকে অস্থিতিশীল করার স্থানীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রতিরোধে করণীয়’ শীর্ষক এ সভার আয়োজন করে ‘আমরা নগরবাসী’ নামে একটি সংগঠন।
 
সভার প্রধান অতিথি ড. হাছান মাহমুদ বলেন, ধর্মান্ধ ও স্বাধীনতাবিরোধী শক্তির উৎস খালেদা জিয়া। তার পৃষ্টপোষকতায় বিদেশি হত্যা, তাজিয়া মিছিলে হামলা, প্রকাশক হত্যা ও পুলিশের ওপর হামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।
 
তিনি বলেন, সম্প্রতি মধ্যবর্তী নির্বাচন দাবি করে খালেদার বিবৃতি, সংসদকে অবমাননা করে টিআইবির সংবাদ সম্মেলন, মুক্তিযোদ্ধাদের বিচার চেয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্য- সব ষড়যন্ত্র একই সূত্রে গাঁথা।
 
এসবই আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ এবং দেশের উন্নয়নের গতিকে বাধাগ্রস্ত করতেই এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের এ নেতা।
 
ড. হাছান মাহমুদ বলেন, ইসলামের দোহাই দিয়ে ইসলামের গায়েই কালিমা লেপনের মাধ্যমে দেশে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টাকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
 
আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের নেতা এম এ করিম বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
টিএইচ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।