ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রত্যাশিত গণতন্ত্রের স্বাদ এখনো পাইনি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
প্রত্যাশিত গণতন্ত্রের স্বাদ এখনো পাইনি ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যে গণতন্ত্রের প্রত্যাশা নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম সেই গণতন্ত্রের স্বাদ এখনো পাইনি, এমন মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।
 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে গণতান্ত্রিক যুবদলের সদস্য সংগ্রহ মাস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


 
গণতান্ত্রিক যুবদলের সভাপতি তমিজউদ্দিন টিটুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন মোস্তফা, এলডিপি সহসভাপতি হামিদুর রহমান খান, যুগ্ম মহাসচিব এম এম খালেদ সাইফুল্লাহ।
 
প্রধান অতিথির বক্তব্যে ড. রেদোয়ান বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এ প্রত্যাশা নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম। কিন্তু বাস্তবে তার বিপরীত ঘটনা ঘটছে। আমরা প্রকৃত গণতন্ত্রের স্বাদ এখনো পাইনি।
 
গণতন্ত্রকে ‘হত্যা করা’ হয়েছে দাবি করে এলডিপি মহাসচিব বলেন, বিভিন্ন জায়গায় যে অরাজকতা ও অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে তা কোনো গণতান্ত্রিক দেশে চলতে পারে না। দেশে কেউ নিরাপদে চলাফেরা করতে পারছেন না।
 
এসময় তিনি স্বপ্নের গণতন্ত্রকে বাস্তবায়িত করতে সবাইকে মাঠে নামার আহ্বান জানান।
 
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
একে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।