ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মৌলভীবাজার-৩ উপনির্বাচনে সায়রা মহসিন নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
মৌলভীবাজার-৩ উপনির্বাচনে সায়রা মহসিন নির্বাচিত সায়রা মহসিন

মৌলভীবাজার: মৌলভীবাজর-৩ (সদর-রাজনগর) আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সৈয়দা সায়রা মহসিন।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ আসনের উপনির্বাচনের আঞ্চলিক কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এস এম এজহারুল হক তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।



এর আগে রোববার (২২ নভেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বিকেলে অনানুষ্ঠানিকভাবে বাংলানিউজকে বিষয়টি জানান তিনি।

৮ ডিসেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ১৪ নভেম্বর বাছাইয়ের দিন প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী সায়রা মহসিনসহ পাঁচ প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। জাতীয় পার্টির এরশাদ সমর্থিত প্রার্থী সৈয়দ নুরুল হক মনোনয়নপত্রের সঙ্গে বিধান অনুযায়ী চেয়ারম্যান, মহাসচিব বা সমমর্যাদা সম্পন্ন ব্যক্তির স্বাক্ষর করা মনোনয়নের স্বপক্ষে লিখিত কাগজপত্র দেননি।

স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ খুরশীদ ও সুহেল আহমদের সমর্থনে নির্বাচনী আইন মোতাবেক দেওয়া নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের মধ্যে কমিশনের নির্ধারিত ১০ জনের স্বাক্ষর সঠিক পাওয়া যায়নি।

বাংলাদেশ ন্যাশন্যালিস্ট ফ্রন্ট (বিএনএফ) প্রার্থী আশরাফ হোসেনের নিজের অনুপস্থিতিতে তার প্রস্তাবকারী ও সমর্থকরা উপস্থিত হয়ে হলফনামা দিয়ে বলেছে, তারা কোনো দল করেন না এবং কোনো প্রার্থীর পক্ষে প্রস্তাব বা সমর্থন করেননি।

ফলে, সরকারি কৌশুলিদের উপস্থিতিতে ও লিখিত মতামতের ভিত্তিতে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। তার মৃত্যুর পর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।