সাতক্ষীরা: সরকার জনগণের ভোটের অধিকার ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা মুক্তিযোদ্ধা হলরুমে দলের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রব বলেন, জাতীয় সংসদ এবং পরবর্তীতে উপজেলা ও সিটি নির্বাচনে সরকার প্রমাণ করে দিয়েছে জনগণের আর ভোট দেওয়ার দরকার নেই। সরকার নিজের প্রয়োজনে ভোট দিয়ে নেবে। প্রশাসনে নিয়োজিতরা জনগণের ভোট প্রদানের দায়িত্ব নিয়েছেন। সুতরাং জনগণকে আর ভোটকেন্দ্রে যেতে হবে না।
তিনি বলেন, জনগণের ভোটের অধিকার নিয়ে অতীতে যারা ছিনিমিনি খেলেছে, তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। বর্তমান সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সম্পূর্ণ ব্যর্থ।
তিনি আরো বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে না পারলে দেশের বিদ্যমান সংকটের স্থায়ী সমাধান হবে না।
এজন্য সংসদে উচ্চকক্ষ গঠন করে দেশে জরুরি ভিত্তিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার দাবি জানান রব।
জেলা জেএসডির সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেএসডির কেন্দ্রীয় সহ সভাপতি এম গফরান, সাধারণ সম্পাদক মালেক রতন, সদস্য মীর জিল্লুর, জেলা জেএসডির সাধারণ সম্পাদক সুধাংশু শেখর সরকার, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক আলী নুর খান বাবুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এসআর