বরিশাল: আধিপত্য বিস্তার নিয়ে বরিশাল সরকারি পলিটেকনিক কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক নারীসহ আহত হয়েছেন তিনজন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, পলিটেকনিক কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা শাহিনুর বেগম (৪০) এবং পলিটেকনিক কলেজের মেকানিকেল চতুর্থ বর্ষের ছাত্র নিশাদ ও নাইম। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, কলেজ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বাইরে থাকা শেখ সাদি, ফয়সাল মেহেদী, আল-আমিন, মুন্না রাকিবদের গ্রুপের সঙ্গে কলেজ হোস্টেলে থাকা নিশাদ ও নাইম গ্রুপের সন্ধ্যা ৭টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এ সময় বাইরে থাকা গ্রুপের হামলায় হোস্টেলে থাকা দুইজন গুরুতর আহত হয়। পরে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের ছোড়া ইটের আঘাতে কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা শাহিনুর বেগম আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে হোস্টেল সুপার শাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় হোস্টেলে নবীন বরণ অনুষ্ঠান ছিল। এ নিয়ে দুই গ্রুপের বিরোধ দেখা দেয়।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এসআর