ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘খালেদার রাজনীতি অস্ত্র-পেশীশক্তির’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
‘খালেদার রাজনীতি অস্ত্র-পেশীশক্তির’ ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি অস্ত্র ও পেশীশক্তির বলে অভিযোগ করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এ অভিযোগ করেন।

রাজশাহীর বাগমারায় মসজিদে বোমা হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার’ নামে একটি সংগঠন।

শাজাহান খান বলেন, ১৯৫৪ সালে জামায়াত প্রতিষ্ঠিত হয়েছিল। যার নেতা ছিলেন পাকিস্তানের সাইয়েদ আবুল আলা মওদুদী। তার বিরুদ্ধে তিনশ’ কাদিয়ানিকে হত্যার অভিযোগ আছে। এজন্য ১৯৫৬ সালের বিচারে মওদুদীর ফাঁসির হুকুম হয়। পরে তিনি সরকারের কাছে মাফ চেয়ে মুক্তি পান। তারই ধারাবাহিকতায় কাদিয়ানি-শিয়া-আহমদিয়াদের বিরুদ্ধে তাণ্ডব হচ্ছে। এর পেছনে জামায়াত। বাংলাদেশে জামায়াতের নেতারা সব কারাগারে। বাইরে আছেন তাদের অঘোষিত আমির খালেদা জিয়া ও উপ-আমির গয়েশ্বর চন্দ্র রায়। তাদের নেতৃত্বেই বাগমারার মসজিদের মতো বিভিন্ন স্থানে হামলা হচ্ছে।

নৌ পরিবহনমন্ত্রী বলেন, খালেদা জিয়া দুই দুইবার সরকার পরিচালনা করেছেন। তার সরকারের সময় কেবল জঙ্গিবাদের উত্থান ও অবৈধ অস্ত্রের আমদানি হয়েছে। তার রাজনীতি জননির্ভর নয়। অস্ত্রের ওপর দাঁড়িয়ে। অস্ত্র আর পেশীশক্তি তার রাজনীতি।

তিনি বলেন, আওয়ামী লীগ জনমুখী রাজনীতি করে। এ কারণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ৩০ লাখ লোক শহীদ হয়েছিল। অথচ সেই জাতির পিতা সম্পর্কে মিথ্যা বলছেন খালেদা জিয়া। তিনি নিজেই মিথ্যাবাদী, ভণ্ড, অপদার্থ রাজনীতিবিদ। গয়েশ্বর তারই অনুসারী।

সমাবেশ ও মিছিল থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। জানানো হয়, নিজামীসহ অপরাপর যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ৩ জানুয়ারি মতিঝিলের শাপলা চত্বরে বিক্ষোভ সমাবেশ ও ৬ জানুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার’র সভাপতি ইসমত কাদির গামার সভাপতিত্বে সমাবেশ ও মিছিলে অংশ নেন সংগঠনের যুগ্ম-মহাসচিব কালি নারায়ণ লোথ, সদস্য সচিব অঞ্জন রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
জেপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।