ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

‘মানুষের প্রত্যাশার কারণে জামায়াতের দায়িত্ব বেড়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
‘মানুষের প্রত্যাশার কারণে জামায়াতের দায়িত্ব বেড়েছে’

চাঁদপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেছেন, ‘২৪এর গণঅভ্যুত্থানের পর জামায়াতে ইসলামী এদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। মানুষের প্রত্যাশার জায়গা বেড়ে যাওয়ায় জামায়াতের দায়িত্ব বেড়েছে।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের নিউ ট্রাক রোডে চাঁদপুর জেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা আমির ও সেক্রেটারিদের মাসিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আসন্ন নির্বাচনের জন্য জামায়াতের প্রার্থীদের মানুষের কাছে ছুটে যেতে হবে। মানুষের কাছে গিয়ে নিজেদের জামায়াতের প্রার্থী বলে পরিচয় দিতে হবে। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সব মানুষকে জামায়াতের সংগঠনে শামিল করার দায়িত্ব পালন করার আহ্বান জানাবেন।

মোবারক হোসাইন বলেন, চাঁদপুর জেলার সরকারি অফিসগুলোর সব ধরনের সেবা কার্যক্রম যেন সাধারণ মানুষের জন্য নির্ধারিত হয়, সে দিকে জামায়াত নেতাকর্মীদের দৃষ্টি রাখতে হবে। সেবামূলক কাজে আমাদের প্রত্যেককে ভূমিকা রাখতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহাজাহান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী জেলা আমির মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী। আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য, উপজেলা আমির ও সেক্রেটারিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।