ঢাকা: সরকারের উন্নয়ন-সফলতা ও বিরোধীজোটের নাশকতার চিত্র তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের কাছে তুলে ধরতে ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে তিনি এ কথা বলেন।
এ সময় বাংলাদেশ ইউপি সেক্রেটারি সমিতির (বাপসা) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় সুজিত রায় নন্দী বক্তব্য রাখেন।
ইউপি সচিবদের উদ্দেশ্যে সুজিত রায় নন্দী বলেন, আপনারা তৃণমূলের মানুষদের সঙ্গে কাজ করেন, বিভিন্ন প্রকল্পে কাজ করেন। এ সুযোগকে কাজে লাগিয়ে সাধারণ মানুষদের কাছে সরকারের উন্নয়ন ও সফলতার চিত্র তুলে ধরেন, বিরোধীজোটের নাশকতা বিষয়ে সচেতন করেন। তাদের বোঝাতে হবে বাংলাদেশের উন্নয়নের জন্য কাকে প্রয়োজন!
এসময় সরকারের শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ ক্ষেত্রে সফলতা এবং পদ্মাসেতু প্রকল্পের চ্যালেঞ্জিং উন্নয়ন তুলে ধরেন তিনি। সুজিত রায় আরও বলেন, আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই। আর এ জন্য ৩০ ডিসেম্বর পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চান সুজিত রায় নন্দী।
একইসঙ্গে ইউপি সচিবদের সকল যৌক্তিক দাবি বাস্তবায়নে তিনি সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
বাপসার সভাপতি শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সাবেক সভাপতি রেজাউল করিম তুহিন, সোহেলুর রহমান, মহাসচিব মাসুদ পারভেজ, যুগ্ম মহাসিচব এমএ কুদ্দুছ রোকন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫ আপডেট সময়: ১৬২৮ ঘণ্টা.
এসইউজে/এটি