ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘যানজটের কারণে জানাজায় যেতে পারিনি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
‘যানজটের কারণে জানাজায় যেতে পারিনি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে যানজটের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। ফলে ঢাকা থেকে রওনা দিয়ে নারায়ণগঞ্জ পৌঁছালেও, যানজটের কারণে শহর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহমেদ কালুর জানাজায় অংশ নিতে পারিনি।



শনিবার (২৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জের জিয়া হল প্রাঙ্গণে ফটো সাংবাদিক মোক্তার হোসেনের পাঁচ দিনব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, যানজটের সমস্যা বর্তমানে নারায়ণগঞ্জবাসীর জন্য একটি বিশাল সমস্যা। যানজট সমস্যা সমাধানে যদি সিটি করপোরেশন আমাদের সঙ্গে আলোচনায় বসে, তবে আমরা এ ব্যাপারে সম্মিলিতভাবে সমস্যার সমাধান করতে পারি।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আকসির, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, গিটার একাডেমির অধ্যক্ষ লক্ষণ দাস প্রমুখ।

মহান বিজয় দিবস উপলক্ষে মোক্তার হোসেনের পাঁচ দিনব্যাপী এ একক আলোকচিত্র প্রদর্শনী শেষ হবে আগামী ৩০ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।