ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দৌলতপুরে আ’লীগের দু’গ্রুপে উত্তেজনা, ফাঁকা গুলি, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
দৌলতপুরে আ’লীগের দু’গ্রুপে উত্তেজনা, ফাঁকা গুলি, আটক ৪

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের সামনের সড়কে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের স্থানীয় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষ এড়াতে পুলিশ লাঠিচার্জ করে।

এতে তিনজন সামান্য আহত হয়।

পরে চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় পুলিশ চারজনকে আটক করে।
 
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলা বাজারে আওয়ামী লীগের সমর্থকরা আব্দুল কাদেরের নেতৃত্বে একটি মিছিল বের করেন। এ সময় উপজেলা পরিষদের সামনে উজ্জ্বল ও আলমগীরের নেতৃত্বে অপর গ্রুপের লোকজন ওই মিছিলে হামলার চেষ্টা করেন।
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ সময় ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ সংঘর্ষ এড়াতে লাঠিচার্জ ও চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে।

এ সময় আব্দুল কাদের, নিয়ত আলী ও উজ্জ্বল হোসেন আহত হয়। পরে পুলিশ সেখান থেকে লিটন (২০), মহিদুল (২৫), জলিম উদ্দিন ও নিয়ত আলী (৪৫) নামে চারজনকে আটক করে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি পুলিশের অনুকুলে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।