ময়মনসিংহ: ময়মনসিংহে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাবেক সভাপতি মিজানুর রহমান হিমু হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্র সমাজ।
এ সময় বিক্ষোভকারীরা নগরীর গাঙ্গিনারপাড়স্থ ট্রাফিক মোড় এলাকায় বেশ কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশা ভাঙচুর করে।
সোমবার (১৮ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র সমাজের সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান আরজু, জেলার আহ্বায়ক ছাব্বির হোসেন বিল্লাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান জুয়েল, যুগ্ম আহ্বায়ক এইচএম সারোয়ার ও ছাত্রনেতা জিহাদ হাসান জনি প্রমুখ।
ছাত্রনেতা মিজানুর রহমান হিমু হত্যার বিচার দাবিতে নগরীর সুন্দর মহলের সামনে থেকে জেলা ছাত্র সমাজের আয়োজনে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি নগরীর স্টেশন রোড ঘুরে গাঙ্গিনারপাড় প্রেসকাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।
এ সময় বিক্ষোভকারীরা বেশ কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশা ভাঙচুর করলে পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্র সমাজের সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান আরজু বলেন, কোন রিক্সা বা অটোরিকশা ভাঙচুর করা হয়নি। তবে বিক্ষোভ মিছিলের সময় তাড়াহুড়া করে সরাতে গিয়ে কয়েকটি অটোরিকশা উল্টে যায়।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
এমজেএফ/