ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা অর্মাজনীয় অপরাধ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমেদ।
বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জাসাস আয়োজিত জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
ড. এমাজউদ্দীন বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কথা বলে খালেদা জিয়া কী এমন অপরাধ করেছেন যে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে?
তিনবারের জনপ্রিয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের হেয় করার মামলা অমার্জনীয় ও অগ্রণযোগ্য অপরাধ বলেও মন্তব্য করেন তিনি।
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বির্তক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কতোজন শহীদ হয়েছেন? কতোজনের সম্ভ্রমহানি হয়েছে তার হিসেব নেই।
খালেদা জিয়ার বিরুদ্ধে যদি এমন অভিযোগ আনতে চান তাহলে বিএনপি ক্ষমতায় গেলেও আপনাদের বিরুদ্ধে এমন অভিযোগের এজেন্ডা আনবে। জিয়া পরিবারের ওপর ক্ষমতাসীনদের অন্যায় আচরণ কিছুতেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই এ নির্যাতনের বিচার হোক।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু ও জিয়াউর রহমান দলীয় নয় বাংলাদেশের নেতা। তাদের নিয়ে কোনো বিতর্ক করা যাবে না।
তিনি বলেন, বিএনপিতে যতো সত্যিকার মুক্তিযোদ্ধা রয়েছেন আওয়ামী লীগেও এতো মুক্তিযোদ্ধা নেই। কারণ ভাসানী অনুসারী সব মুক্তিযোদ্ধা বিএনপিতে এসেছেন।
সংগঠনের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
গোলটেবিল পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরইউ/এসজেএ/জেডএস