ঢাকা: সম্প্রতি দেওয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে ‘বিতর্কিত’ বক্তব্যের প্রসঙ্গে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, স্বাধীনতার ৪৫ বছর পর মীমাংসিত বিষয় নিয়ে যারা প্রশ্ন তোলেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিত।
রোববার (৩১ জানুয়ারি) বেলা ১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) লেখক ফিরোজ মাহমুদের ‘তথ্যের মিছিল’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে ও শহীদদের সংখ্যা নিয়ে যারা প্রশ্ন তোলেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত। রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব সবার নামে মামলা করা।
কামরুল বলেন, খালেদার নামে রাষ্ট্রদ্রোহী মামলা যথার্থ হয়েছে। যিনি এই মামলা করেছেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়েই মামলাটি করেছেন।
বিএনপির স্থানীয় কমিটির সদস্য গয়শ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো না, সে বিষয়ে প্রশ্নও তোলেন তিনি।
অ্যাডভোকেট আতাউর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আব্দুল মান্নান চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল কুদ্দুস, আওয়ামী লীগ নেতা মিনহাজুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬/আপডেট: ১৪৩২ ঘণ্টা
এমআইকে/টিআই