ঢাকা: আগামী ১৬ এপ্রিল জাতীয় কাউন্সিল করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি।
রোববার (৩১ জানুয়ারি) বনানীতে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রেসিডিয়াম মেম্বারসদের মিটিংয়ে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন তার প্রেস সেক্রেটারি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়।
বাংলানিউজকে তিনি জানান, আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৬ এপ্রিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারি ও মার্চ মাসব্যাপী চলবে কেন্দ্রীয় কাউন্সিলের প্রস্তুতি।
এছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কিনা, সে ব্যাপারেও বিস্তারিত আলোচনা হয়েছে প্রেসিডিয়াম মিটিংয়ে।
পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সভপাতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রুহুল আমীন হাওলাদার, এম এ সাত্তার, আবুল কাশেম, এ মান্নান, মনিরুল ইসলাম, আবু হোসেন বাবলা, ফয়সাল চিশতী, সুনীল শুভ রায় প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এজেড/এসএস