ঢাকা: তেল-গ্যাস-বিদ্যুতের দাম কমানো এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।
রোববার (৩১ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে থেকে সংগঠনের নেতারা এসব দাবি জানান।
সমাবেশ থেকে বক্তারা আরও বলেন, কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য, শ্রমিকরা তাদের ন্যায্য পারিশ্রমিক পাচ্ছে না। এর ফলে জনজীবনে সংকট দিন দিন বেড়ে চলছে।
এসময় রাবার শ্রমিক সংঘের সভাপতি জয় মাহাত্ম কুর্মী, পাইওনিয়ার নিটওয়্যার বিডি লিমিটেডের গ্রেফতার হওয়া পোশাক শ্রমিদের মুক্তি ও তাদের নামে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার এবং চাঁনপুর চা শ্রমিকদের কৃষি জমি থেকে উচ্ছেদের চেষ্টা বন্ধ করার আহ্বান জানানো হয়।
আয়োজক সংগঠনের সহ-সভাপতি হাবীব উল্লা বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ব্রি. জে. (অব.) এম জাহাঙ্গীর হোসাইন, সহ-সাধারণ সম্পাদক শাহ জাহান কবির, প্রকাশ দত্ত প্রমুখ।
বাংলদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এইচআর/এটি