ঢাকা: ফেব্রুয়ারি মাসব্যাপী সারা দেশে দাওয়াতি মাস ও সদস্য সংগ্রহ শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল কবীর।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন ঢাকা মহানগরের সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী আন্দোলন নেতা নয়, নীতির পরিবর্তন চায়। এ নীতির পরিবর্তনের মাধ্যমে ইসলামের শাসন কায়েম করতে সবাইকে দাওয়াত দেওয়া হবে।
বক্তারা সরকার ও বিরোধী দলের উদ্দেশে বলেন, আপনারা ক্ষমতায় থাকেন বা বিরোধী দলে থাকেন, আমাদের ক্ষমতার কোনো লোভ নেই। কিন্তু কোরআনি শাসন কায়েম করতে হবে। সরকারের মন্ত্রীরা কওমি মাদরাসা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। কওমি মাদরাসাকে স্বীকৃতি না দিয়ে ধ্বংস করতে চাচ্ছে। এ থেকে সরকার সরে না আসলে খেসারত দিতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব অধ্যাপক মো. ইউনুস আহমেদ, ঢাকা মহানগরের সহ-সভাপতি মো. আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মোশাররফ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরইউ/এসএ/এমজেএফ/