ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তিস্তায় পানির দাবিতে বাসদের রোডমার্চ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ও রংপুর ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
তিস্তায় পানির দাবিতে বাসদের রোডমার্চ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: তিস্তাসহ অভিন্ন নদীতে পানির ন্যায্য হিস্যার দাবিতে রোডমার্চ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।  
 
সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে এ রোডমার্চ শুরু হয়।

 
 
বিকেলে নীলফামারীর জলঢাকার জিরো পয়েন্টে সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি সমাপ্ত হয়।
 
দলীয় সূত্র জানায়, সকাল থেকে ব্যানার, ফেস্টুন ও লাল পতাকা নিয়ে রংপুর প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় নেতাকর্মীরা। দুপুরে রোডমার্চ শুরুর আগে সমাবেশের আয়োজন করা হয়।  
 
বাসদ রংপুর জেলা শাখার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, জয়পুরহাট জেলা সমন্বয়ক ওবায়দুল্লাহ মুসা, গাইবান্ধা জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড মঞ্জুর আলম মিঠু, দলের রংপুর জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ প্রমুখ।
 
পরে, রোডমার্চ রংপুর নগরীর প্রধান সড়ক অতিক্রম করে মেডিকেল মোড়, পাগলাপীর, গঞ্জিপুর, চন্দনের হাট, মাগুরা, গাড়াগ্রাম, অবিলের বাজারে পথসভা করে। দুপুরে বড়ভিটায় দুপুরের খাবার শেষে বিন্নাকুরী, বড়ঘাট হয়ে জলঢাকার জিরো পয়েন্ট সমাবেশ মিলিত হয়।
 
দলের নীলফামারী জেলা সংগঠক তরণী মোহন রায়ের সভাপতিত্বে ও আহসানুল আরেফিন তিতুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শুভ্রাংশু চক্রবর্তী।  
 
পানির অভাবে তিস্তা শুকিয়ে যাচ্ছে উল্লেখ করে বক্তারা পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য সরকারের কাছে দাবি জানান।
 
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬       
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।