ঢাকা: রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা তিনি বলেন, খালেদা জিয়া প্রাসঙ্গিকভাবে সঠিক বক্তব্য দিয়েছেন।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
ক্ষমতায় থাকা অবস্থায় জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ভারতের কংগ্রেসের যে অবস্থা হয়েছিলো আমাদের দেশে বর্তমান আওয়ামী লীগের পরিণতি একই রকম হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ইন্দিরা গান্ধীর দল ক্ষমতায় থেকে জনবিচ্ছিন্ন হয়। এরপর নির্বাচন দিয়ে এমনভাবে পরাজিত হয়েছিলো, পরে বিরোধী দলও গঠন করতে পারেনি। আমাদের দেশেও নির্বাচন দিলে আওয়ামী লীগের অবস্থা একই রকম হবে।
মির্জা ফখরুল সরকারকে উদ্দেশ্য করে বলেন, আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা দেশের সকল সমস্যা নিয়ে আলোচনা করে ক্ষমতা হস্তান্তরের সঠিক পদ্ধতি বের করতে চাই। তাই সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসুন।
তিনি অভিযোগ করেন, এ সরকারের আমলে চারশ’ ৪০ জন গুম, চার লাখ ৬০ হাজার মানুষকে আসামি এবং গত বছর অর্থাৎ ২০১৫ সালে ১৭ হাজার মামলা দেওয়া হয়েছে।
মির্জা ফখরুল আরও বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দেশে ভয়াবহ সাংবিধানিক সংকট ও গণতন্ত্রের সংকট সৃষ্টি করা হয়েছে। যারা সংবিধান রচনা করেছেন, তাদের হাতে সংবিধান ক্ষত-বিক্ষত করা হয়েছে।
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিষয়ে তিনি বলেন, সব মামলায় আপিল বিভাগ থেকে জামিন দেওয়ার পর আবার নতুন মামলায় তাকে আটকে রাখা হয়েছে। সাড়ে তিন বছর ধরে তিনি জেলে। এতোদিন এ মামলা কোথায় ছিলো? এখন জামিন পাওয়ার পর এটা বের করা হয়েছে।
আয়োজক সংগঠন ‘বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল’ স্টুডেন্টস অ্যালায়েন্সের সভাপতি সুলতানা রাজিয়া শাওনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
ইএস/এএসআর