ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নলডাঙ্গায় পিস্তল ও গুলিসহ ইউপি সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, মে ১৫, ২০১৬
নলডাঙ্গায় পিস্তল ও গুলিসহ ইউপি সদস্য আটক

নাটোর: নলডাঙ্গায় একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ নুরুজ্জামান সুরুজ আলী (৩২) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

 

রোববার (১৫ মে) ভোর ৪টার দিকে উপজেলার সেনভাগলক্ষ্মীকোল গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সুরুজ আলীর বাবার নাম রহিম উদ্দিন মন্ডল।

 

নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, নুরুজ্জামান সুরুজ আলী গত ০৭ মে ইউপি নির্বাচনে পিপরুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনকে ঘিরে পিপরুল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি নাজমুল হোসেনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জেরে গত সোমবার-১০ মে সন্ধ্যায় নাজমুল হোসেনকে তিনি ছুরিকাঘাত করে মারাত্মক জখম করেন। এই ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়। সে মামলায় তাকে গ্রেফতারে ভোর আনুমানিক ৪টার সময় তার বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় তার ঘর থেকে একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি পাওয়া যায়।
 
এ ঘটনায় থানায় অস্ত্র আইনে আরেকটি মামলার প্রস্তুতি চলছে, পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানান এসআই সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৭৫৮ ঘণ্টা, মে ১৫, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।