ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কেশবপুরে আ’লীগের ১২ নেতা বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মে ১৫, ২০১৬
কেশবপুরে আ’লীগের ১২ নেতা বহিষ্কার

যশোর: দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় যশোরের কেশবপুরে আওয়ামী লীগের ১২ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৫ মে) যশোর জেলা আওয়ামী লীগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এস এম মাহামুদ হাসান বাংলানিউজকে বলেন, কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়নে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে শুধুমাত্র স্বতন্ত্র প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে। তবে তাদের সহযোগিতাকারীদেরও দ্রুত বহিষ্কার করা হবে। এক্ষেত্রে কোন প্রভাবশালীও ছাড় পাবে না।  

বহিষ্কৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস এম সিদ্দিকুর রহমান, শাহাদৎ হোসেন ও মনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ার মাহমুদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহব্বত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান দফাদার, কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন গাজী, ত্রিমোহিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক লতিফুল কবীর মনি, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ও সদস্য আব্দুল হালিম, বিদ্যানন্দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন ও হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মে ১৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।