ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৫ গজে ময়মনসিংহ বিএনপি !

এম.আব্দুল্লাহ আল মামুন খান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, মে ১৫, ২০১৬
৫ গজে ময়মনসিংহ বিএনপি ! ছবি: অনিক খান, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: মাত্র দেড়শ গজের বৃত্তে দীর্ঘদিন ধরে ঘুরপাক খাচ্ছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র রাজনীতি। দলটির কোনো কর্মসূচি মানেই দেড়শ গজেই সীমাবদ্ধতা।

হাল সময়ে দলটির এ দৌড়েও আবার অধ:পতন হয়েছে। এবার দেড়শ গজ থেকে মাত্র ৫ গজে নেমে এসেছে দলটির কর্মসূচি।

রোববার (১৬ মে) দুপুরেও এর ব্যতিক্রম হলো না। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দু’টি মামলায় চার্জশিটের প্রতিবাদে দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল আটকে গেলো মাত্র ৫ গজে ! পুলিশী বাধায় নামমাত্র মিছিল আর সমাবেশ করে দ্রুত সটকে পড়লেন দলেন সিনিয়র নেতারা। এ নিয়ে দলীয় পরিমণ্ডলে ক্ষোভ-হতাশারও অন্ত নেই।

জানা যায়, ৫ জানুয়ারির নির্বাচনের আগে-পরে সরকার পতন আন্দোলন কর্মসূচিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির এক পক্ষ কৌশলে নিজেদের আড়ালে রাখলেও অন্য পক্ষ নগরীর হরিকিশোর রায় রোডের দলীয় কার্যালয়ে অবস্থান নেয়। ওই পক্ষ সেখান থেকেই মিছিল-সমাবেশ চালিয়ে যায়। কিন্তু তাদের কার্যক্রম সীমাবদ্ধ থাকে মাত্র দেড়শ’ গজে।

অর্থাৎ দলীয় কার্যালয় থেকে নতুন বাজার মোড় পর্যন্ত মিছিল যেতেই পুলিশী বাধায় আবার ইউটার্ন নিয়ে দলীয় কার্যালয়ে ফিরে আসা। আন্দোলন থেকে রহস্যজনকভাবে উধাও একটি পক্ষ এ বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কান ঝালাপালা করে তুলে। কিন্তু নিয়মতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবেই ওই পক্ষ দেড়শ গজের বৃত্তে বন্দি থেকেই দলীয় কর্মসূচি চালিয়ে যাবার সিদ্ধান্তে অনড় থাকে।

হাল সময়ে পরিবর্তী পরিস্থিতিতে বিএনপির কর্মসূচি নিয়ে আরো কঠোর অবস্থানে যায় ময়মনসিংহ পুলিশ। আর এতেই কপাল পুড়ে দলটির নেতাকর্মীদের। পুলিশের অনড় অবস্থানের মুখে তারা একটি ব্যানার নিয়ে ৪ থেকে ৫ গজ হেঁটে ছবি তুলেই তৃপ্তির ঢেকুর তুলে। মূল দল থেকে শুরু করে অঙ্গ-সহযোগী সংগঠনেরও একই অবস্থা।

দুই ধারায় বিভক্ত ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ইদানিং দলীয় কর্মসূচিতে একজোট হলেও সেই অবস্থার আর উন্নতি হয়নি। দলীয় কার্যালয়ের ভেতরে সভা-সমাবেশ কিংবা সর্বোচ্চ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করাই যেন হয়ে উঠেছে দলটির সিনিয়র নেতাদের ‘রুটিন ওয়ার্ক’।

রোববার (১৬ মে) দুপুরে মিছিলে আসা দলটির তৃণমূলের দু’কর্মী সোহরাব ও সানি ক্ষোভ নিয়ে বলেন, ‘আগে তো দেড়শ’ গজে ছিলাম। এখন আমাদের আরো অধ:পতন হয়েছে। আমাদের সিনিয়র নেতারা মাঠেই দাঁড়ানোর সাহস করে না। এভাবে দল চলে না। ’

দলীয় কার্যালয়ের সামনে বিএনপি’র নেতাকর্মীদের জটলা পার হওয়া আব্দুল বারেক (৫০) নামের এক রিকশা চালক বলেন, এখন নতুন বাজার মোড় তো দূরের কথা, নজরুল একাডেমিও অতিক্রম করতে পারবে না বিএনপি। এমন লোকদেখানো রাস্তায় না মেনে দলীয় কার্যালয়ের ভেতরে সভা-সমাবেশ করাই তো ভাল।

দিন দিন বিএনপির এমন অধ:পতন কেন, জানতে চাইলে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এ.কে.এম.মোশাররফ হোসেন বাংলানিউজকে বলেন, ‘পুলিশ যেতে দেয়নি। আমরা জোর করে যাবার চেষ্টা করিনি। আমরা পার্টি অফিসে প্রোগ্রাম করেছি। মিছিলের বিষয়টা নিয়ে ওইভাবে চিন্তা করিনি। ’
 
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মে ১৬, ২০১৬
এমএএএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।