ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পঞ্চগড়ে নির্বাচনী সহিংসতায় দুই শিশু আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, মে ১৬, ২০১৬
পঞ্চগড়ে নির্বাচনী সহিংসতায় দুই শিশু আহত

পঞ্চগড়: আসন্ন পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়ে নির্বাচন পূর্ববর্তী সহিংসতায় দুই শিশু শিক্ষার্থী আহত হয়েছে।

রোববার (১৫ মে) রাতে জেলার সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের পুড়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই শিশু হলো- মাগুড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য প্রার্থী গোলাম রব্বানী রবিউল প্রধানের মেয়ে তাসলিন আক্তার (৯) ও একই এলাকার আনিছুর রহমানের মেয়ে আশা (১০)।

তাসলিন শিশুতোষ আদর্শ কিন্ডার গার্টেন নামে স্থানীয় এক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং আশা পুড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই শ্রেণিতে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে পুড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে মাগুড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী রবিউল প্রধানের ফুলবল প্রতীক নিয়ে মিছিল করছিলেন তার মেয়ে তাসলিনসহ কয়েকজন শিশু। এ সময় ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও টিউবওয়েল প্রতীকের প্রার্থী বারজুল হুদা বাদলের ছেলে সুমন (১৮), তার ভাই শামসুল হক (৩০) ও ভাগনে আবুল (১৮) হঠাৎ শিশুদের মিছিলের ওপর হামলা করে। এ সময় তারা তাসলিন ও তার সহপাঠী আশার গলা টিপে ধরে মারধর করে। পরে স্থানীয়রা দু’জনককে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠান।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক এস এম মাহবুব-উল আলম জানান, ওই দুই শিশু শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। তবে তাদের শারীরিক নির্যাতনে চেয়ে মানসিকভাবে বেশি নির্যাতন করা হয়েছে বেশি। এতে তারা খুব ভয় পেয়েছে বলে মনে হচ্ছে। তবে বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

আগামী ২৮ মে পঞ্চম দফায় পঞ্চগড় সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, মে ১৬, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।