বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নিজের কাছে থাকা বোমা বিস্ফোরণে সুমন শেখ (২২) নামে ছাত্রদল এক কর্মী নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) সকালে ফকিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন সিরাজ বাদী হয়ে বিস্ফোরক আইনে থানায় মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, সোমবার (১৬ মে) দুপুর পৌনে ৩টার দিকে ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের ঘোষপাড়ায় ছাত্রদল কর্মী সুমনের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। শব্দ শুনে এলাকার ও পরিবারের লোকজন বাড়ির খড়ের গাদার পাশে সুমনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ অবস্থায় তারা সুমনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমন একই এলাকার আব্দুস সাত্তার শেখের ছেলে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বাংলানিউজকে জানান, বিস্ফোরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে আলামত দেখে মনে হচ্ছে, দুপুরে সুমন শেখ বাড়ির উঠানে খড়ের গাদার ভেতরে হাতবোমাটি রাখছিলেন অথবা আগে থেকেই ওই খড়ের গাদায় রাখা বোমাটি নিয়ে নাড়াচাড়া করছিলেন। এসময় হঠাৎ তা বিস্ফোরিত হয়ে তার মৃত্যু হয়।
তবে তিনি কেন কোথা থেকে বোমাটি এনে কাছে রেখেছিলেন তা নিশ্চিত নয় পুলিশ।
ওসি বজলুর রহমান বলেন, বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে ওই বোমা আনা হয়েছিল কিনা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে দলের কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, ঘটনার পর পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহত সুমনের মা পারুল বেগমকে থানায় নিয়ে যায়। পরে অবশ্য তাকে ছেড়ে দেয় পুলিশ।
এর আগে বিস্ফোরণে গুরুতর আহত সুমনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর যখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন; তখন মরদেহ ফেলে স্বজনরা পালিয়ে যান।
এদিকে ছাত্রদলের পক্ষ থেকে দবি করা হয়েছে সুমন শেখ নামে ওই এলাকায় তাদের কোনো কর্মী নেই।
ফকিরহাট উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, সুমন ছাত্রদলের কোনো কর্মী নন। তদন্ত ছাড়াই পুলিশ তাকে ছাত্রদল কর্মী বলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন উপজেলার বিশ্বরোড মোড়ে সুন্দরবন পরিবহন নামে দূরপাল্লার একটি পরিবহনের কাউন্টারের দায়িত্বে ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মে ১৭, ২০১৬
এসআই