ঢাকা: নাশকতা ও বোমা বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুসহ দলটির ২৯ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (১৮ মে) সকালে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগ পত্র আমলে নিয়ে পলাতক এসব আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।
তিনি বলেন, এ মামলায় ৫৩ জন আসামি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
তিনি আরও জানান, আসামিদের মধ্যে ২২ জন পলাতক ছিলেন। বাকি সাত আসামি জামিনে থেকেও বুধবার আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
২০১৫ সালের ৬ জানুয়ারি হরতাল অবরোধে নাশকতা ও বোমা বিস্ফোরণের অভিযোগ এনে পল্টন থানায় এ মামলাটি দায়ের করা হয়েছিলো।
গত ১৪ ফেব্রুয়ারি মামলাটিতে পল্টন থানার এসআই বিবেকানন্দ দেবনাথ ঢাকা সিএমএম আদালতে মির্জা ফখরুলসহ ৫৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় সম্প্রতি মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। সে অনুযায়ী বুধবার মামলাটির চার্জশিট বিচারের জন্য আমলে গ্রহণ করে চার্জশিটে পলাতক দেখানো এবং জামিন গ্রহণ না করা ২৯ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমান উল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শামসুজ্জামান দুদু, শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস, আব্দুল আওয়াল মিন্টু, সুলতান সালাহ উদ্দিন টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আব্দুস সালাম, শফিউল বারী বাবু, সাইফুল ইসলাম নিরব, খায়রুল কবির খোকন, ইসহাক সরকার, রাজিব আহসান, মীর শরাফাত সফু ও আনভীর আদিল বাবু।
বাংলাদেশ: ১২০৯ ঘণ্টা, মে ১৮, ২০১৬/আপডেট: ১৪১৫ ঘণ্টা
এমআই/টিআই