ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কেশবপুরে আ’লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, মে ২৩, ২০১৬
কেশবপুরে আ’লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন

যশোর: যশোরের কেশবপুর উপজেলায় ২৮ মে অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শামছুদ্দীন দফাদারের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২৩ মে) ভোর ৪টার দিকে এ অগ্নিসংযোগ করা হয়।

এতে ওই কার্যালয়ে থাকা অন্তত ৫০টি চেয়ার, চারটি টেবিল, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি পুড়ে গেছে। ইউনিয়ন পরিষদ (ইউপি)

ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জিএম হোসেন আলী বাংলানিউজকে জানান, উপজেলার সাতবাড়িয়া বাজারে অস্থায়ী নির্বাচনী কার্যালয় করেছিলেন সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শামছুদ্দীন দফাদার। সোমবার ভোরে সাতবাড়িয়া বাজারের প্রহরীরা তার কার্যালয়ে আগুন জ্বলতে দেখে শামছুদ্দীন ও স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়ভাবে আগুন নেভানো হয়। এ সময় ঘটনাস্থলে একটি বোতলে পেট্রোল ও জর্দার কৌটায় ভরা কয়েকটি চকলেট বোমা পাওয়া যায়।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামছুদ্দীন দফাদার বাংলানিউজকে বলেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই বিএনপি মনোনীত গোলাম মোস্তফা বাবু এবং স্বতন্ত্র প্রার্থী মশিয়ার রহমান দফাদার (আওয়ামী লীগের বিদ্রোহী) ও জামাল উদ্দিন মিলে আমার কার্যালয়ে আগুন দিয়ে থাকতে পারেন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মে ২৩, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।