ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেওয়ানগঞ্জে ২ প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষে আহত ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, মে ২৫, ২০১৬
দেওয়ানগঞ্জে ২ প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষে আহত ১৪

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া এলাকায় ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন।

এ সময় ১১ জনকে আটক করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ।

এ ঘটনায় সাতটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে।  

বুধবার (২৫ মে) বিকেল ৪টার দিকে মুকিরচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- হৃদয়, লাল মিয়া, আজিজ, নাছির, উজির, আলো, রায়হান, ইছানবী জাহাঙ্গীরসহ ১৪ জন আহত হন।

আওয়ামী লীগ সমর্থকরা আহতদের হাসপাতালে যেতে বাধা দিলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী লৎফর রহমানের সমর্থকরা দুপুরে ভোট চাইতে গেলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শহিদুর রহমান মণ্ডলের সমর্থকরা মাদারের চর এলাকায় তাদের বাধা দেয়।

এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের আওয়ামী  লীগ সমর্থিত প্রার্থী শহিদুর রহমান মণ্ডলের সমর্থকরা ধাওয়া করে।

পরে বিকেল ৪টার দিকে মুকিরচর এলাকায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ১৪ জন আহত হয়।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাসিনুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, মে ২৫, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।