ঢাকা: ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারের পতন গণতান্ত্রিক পন্থায় হবে না, পলায়নের মাধ্যমে এ দেশ থেকে তাদের পতন ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রয়াত রষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঘুরে দাঁড়াও বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে দিচ্ছেন। এদের বেশিদিন কারাগারে আটাকিয়ে রাখতে পারবেন না। কারাগার তো রাজনীতিবিদদের জন্য। জনগণ তাদের ছাড়িয়ে আনবে। আজ যারা মিথ্যা মামলা দিয়ে গুম-গ্রেফতার করছেন একদিন তাদের ঠিকানা হবে কারাগার। ’
খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের দেওয়া চার্জশীটের প্রসঙ্গে নোমান বলেন, মিথ্যা মামলা দিয়ে ওয়ারেন্টের কার্যক্রম একদিন শেষ হবে। যারা মিথ্যা ওয়ারেন্ট দিয়ে জনগণের মনে খালেদা জিয়া সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন তারা কোনোদিন সফল হবে না।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিক নেতৃত্ব দিতে ব্যর্থ হয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে। রাজনৈতিক উচ্চাভিলাষের জন্য নয় তৎকালীন সংকট মোকাবিলায় জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ’
আয়োজক সংগঠনের সভাপতি কাদের সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম,স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাজাহান মিয়া সম্রাট, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, মে ২৬, ২০১৬
এইচআর/বিএস