রংপুর: দেশব্যাপী চলমান সাঁড়াশি অভিযানের চতুর্থ দিনে রংপুরে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ৩ জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আসামিদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।
গ্রেফতার জামায়াত কর্মীরা হলেন- তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে তৈয়ব আলী (২৫), ঘনিরামপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত হাজী সমসের উদ্দিনের ছেলে লুৎফর হোসেন (৫০) ও একই গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে আনোয়ার হোসেন পানাতী (৪২)।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিব মিয়া বাংলানিউজকে জানান, নাশকতা ও হামলার অভিযোগে বিভিন্ন মামলা থাকায় জামায়াতের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিক্তিতে তাদেরকে ঘরিরামপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।
রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুক বাংলানিউজকে জানান, জঙ্গি ও সন্ত্রাস দমনে দেশব্যাপী অভিযান চলছে। রংপুরে সাঁড়াশি অভিযানে জামায়াতের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তিনি আরো বলেন, বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
আরআইইউ/বিএস