ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাঙামাটিতে জনসংহতি সমিতির অবরোধ ২য় দিনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
রাঙামাটিতে জনসংহতি সমিতির অবরোধ ২য় দিনে

রাঙামাটি: রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ডাকে টানা দু’দিনের (৩৬ ঘণ্টা) সড়ক ও নৌপথ অবরোধের শেষ দিন চলছে।

৪ জুন ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৪ নম্বর ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল বাতিল ও পুনঃ ভোটগ্রহণের দাবিতে সোমবার (১৩ জুন) থেকে এ অবরোধ পালন করছে জনসংহতি সমিতি।

অবরোধের কারণে দ্বিতীয় দিনেও শহরে আভ্যন্তরীণ কোনো যান চলাচল করছে না। দূরপাল্লার সব যান চলাচল বন্ধ রয়েছে। জেলার সঙ্গে উপজেলার সব কয়টি রুটে নৌ-যোগাযোগও বন্ধ রয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রশিদ জানান, অবরোধে জনগণের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় অবরোধ শেষ হবে।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।