ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নিয়ে বিষধগারকারী মন্ত্রীদের মুখ বন্ধ করতে প্রধানমন্ত্রীকে আহবান জানিয়েছে জাসদ।
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল ইনুকে হত্যার হুমকির প্রতিবাদে মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাসদ আয়োজিত সমাবেশে এ আহ্বান জানান সংগঠনের নেতারা।
সৈয়দ আশরাফের বক্তব্য ইঙ্গিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন বলেন, জাসদ নিয়ে সরকারের যেসব মন্ত্রী বিষধগার করছেন তাদের মুখ প্রধানমন্ত্রীকে বন্ধ করতে হবে।
তিনি বলেন, ইনু সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করে যাচ্ছেন। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী সৈয়দ আশরাফের মন্তব্য দুর্ভাগ্যজনক।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আনোয়ার হোসেন বলেন, ‘আপনার মন্ত্রীকে থামান। অবিলম্বে তার মুখ বন্ধ করুন।
আর সৈয়দ আশরাফকে উদ্দেশ্য করে আনোয়ার হেসেন বলেন, ‘আপনি বরং জনপ্রশাসনে মন দেন। কিভাবে আপনি মন্ত্রীত্ব চালান তা আমরা জানি। সেখানে মন দিন।
এসময় তিনি বলেন, ‘১৪ দলের ঐক্য থাকবে কি থাকবে না এটা এখনই বলতে হবে। একদিকে বিষদাগার করবেন আরেকদিকে জঙ্গি ঠেকাবেন এটাতো হবে না। ’
সমাবেশে জাসদ সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেন, জাসদ সম্পর্কে ভ্রান্তি থাকার অবকাশ নেই। কাফনের কাপড় পাঠিয়ে কেউ যদি মনে করে থাকে জাসদ ঘরে ফিরে যাবে তাহলে সেই ধারণা ভুল। আমরা যুদ্ধ ঘোষণা করেছি সন্ত্রাস জঙ্গিবাদ বিএনপি-জামায়াতের বিরুদ্ধে।
যারা উন্নয়ন দেখে ভীত সন্ত্রন্ত, যারা অস্থিতিশীল করতে চায় তারাই এ ঘটনা ঘটাচ্ছে- বলে মনে করেন জাসদ নেত্রী।
নিরপরাধ নাগরিক, পুরোহিত, ব্লগারদের ওপর হামলা ও হত্যা বন্ধে শক্তিশালী ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ মন্ত্রী ইনুকে নিয়ে যে মন্তব্য করেছে তা উধৃত করে শিরিন আক্তার বলেন, এ ধরণের কাঁদা ছোড়াছুড়ি আমাদের ঐক্যকে বিনষ্ট করবে।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
এসএ/বিএস